Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ

জেলা তথ্য অফিসারের কার্যালয়

জেলা কালেক্টেরেট ভবন এর দিত্বীয় তলা

গোপালগঞ্জ।

ফোন:-০২৬৬৮৫৫৪৩

যোগাযোগ ব্যবস্থা

যোগাযোগের ক্ষেত্রে গোপালগঞ্জ পূর্বে ছিল একটি পিছিয়ে পড়া জনপদ। জননেত্রী শেখ হাসিনার সরকার ১৯৯৬ সাল থেকে এ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কর্মসূচী হাতে নেন। ফলশ্রুতিতে নির্মিত ঢাকা-খুলনা মহাসড়ক নির্মিত হয় গোপালগঞ্জের উপর দিয়ে। প্রস্তাবিত পদ্মা সেতুর মাধ্যমে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হয়ে যশোর পর্যন্ত বিশ্বরোড় নির্মানের একটি পরিকল্পনা রয়েছে। বর্তমানে সড়কও জনপথ বিভাগ গোপালগঞ্জের সড়ক উন্নয়নের কর্মসূচী হাতে নিয়েছে। গোপালগঞ্জ সদরের সাথে সব উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে।রাজধানী ঢাকার সায়েদাবাদ ও গাবতলী থেকে গোপালগঞ্জের বাস চলাচল করে। সায়েদাবাদ থেকে মুন্সীগঞ্জ-মাওয়া হয়ে টুঙ্গীপাড়া এক্সপ্রেস, মধুমতী পরিবহন, দোলা পরিবহন, বনফুল পরিবহন এবং গাবতলী থেকে পাটুরিয়া-ফরিদপুর হয়ে কমফোর্ট লাইন, পলাশ পরিবহন ইত্যাদি বাস চলাচল করে।বাসভাড়া জনপ্রতি ২০০-২৫০ টাকা।

ঢাকা খুলনা মহাসড়ক হয়ে গোপালগঞ্জ থেকে পার্শ্ববর্তী জেলা বরিশাল, নড়াইল, ফরিদপুর, মাদারীপুর, বাগেরহাট এবং খুলনা যাতায়াত করা যায়। নৌপথ পূর্বে গোপালগঞ্জের মূল যাতায়াত মাধ্যম হলেও বর্তমানে কোটালীপাড়ার পয়সারহাট থেকে ঢাকার সদরঘাট পর্যন্ত লঞ্চ চলাচল করে। গোপালগঞ্জে কাশিয়ানী পর্যন্ত রেললাইন রয়েছে তবে বর্তমানে তা চালু নেই।


বাস সার্ভিসসমূহ

মধুমতি পরিবহন 

গোপালগঞ্জ টু সায়দাবাদ/গুলিস্তান ভায়া মাওয়া ফেরিঘাট
মোবাইলঃ ০১৭১৬০১৯৯৩৭(গোপালগঞ্জ)
০১৭১১৯০০৬১৯(ঢাকা)

টুংগীপাড়া এক্সপ্রেস
গোপালগঞ্জ টু সায়দাবাদ/গুলিস্তান ভায়া মাওয়া ফেরিঘাট
মোবাইলঃ ০১৭১৬৪৭৯৬৩১ (গোপালগঞ্জ)
০১৭১৬২১১৬৪২ (ঢাকা)

দোলা পরিবহন 
গোপালগঞ্জ টু সায়দাবাদ/গুলিস্তান ভায়া মাওয়া ফেরিঘাট
মোবাইলঃ ০১৭১১৩১১৭৫৬(গোপালগঞ্জ)
০১১৯৯০৩০১৮১(ঢাকা)

কমফোর্ট লাইন 

গোপালগঞ্জ টু গাবতলী ভায়া পাটুরিয়া ফেরিঘাট

মোবাইলঃ ০১৭১৬৪৫৩০৬১