Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
APA Implementation Report of 2023-24 FY
Details

২০২৩-২০২৪ অর্থবছরে:

বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে ২০৫টি সড়ক প্রচার বাস্তবায়ন করা হয়েছে; জেলার বিভিন্ন স্থানে ২০৪টি  জনসচেতনতামূলক চলচ্চিত্র, ‍ প্রামাণ্যচিত্র ও ডকুড্রামা (জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে)  প্রদর্শন করা হয়েছে; সরকারের আর্থসামাজিক ও উন্নয়ন কার্যক্রমের ওপর মাঠপর্যায়ে ২০টি আলোচনা সভা/মতবিনিময় সভা/কর্মশালা, নারী সমাবেশ ও শিশু মেলা/ভার্চুয়াল সভা আয়োজন করা হয়েছে; জেলার বিভিন্ন স্থানে ০২টি এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান/মুক্তিযুদ্ধের ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে; কমিউনিটি পর্যায়ে জেলার বিভিন্ন স্থানে আর্থসামাজিক ও বিবিধ বিষয়ে ১৮টি উঠান বৈঠক/উন্মুক্ত বৈঠক আয়োজন/ভিডিও কলের মাধ্যমে উঠান বৈঠক/উন্মুক্ত বৈঠক আয়োজন করা হয়েছে; জেলার বিভিন্ন স্থানে ২৬টি উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান বাস্তবায়ন করা হয়েছে; অনলাইনে সচেতনতা মূলক ৬০টি বার্তা/চিত্র/কনটেন্টস প্রচার করা হয়েছে; ২০৯টি পিএ কভারেজ প্রদান করা হয়েছে; ৮২৯০০ পোস্টার/পুস্তিকা/লিফলেট/সাময়িকী বিতরণ ও প্রচার করা হয়েছে; ০১টি সিনেমা হল পরিদর্শন করা হয়েছে; “জনগণের কথা” শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ০১ টি; এছাড়াও জেলার বিভিন্ন স্থানে ০২টি “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, ৪র্থ শিল্প বিপ্লব ও এসডিজি বিষয়ক আলোচনা সভা/মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

Publish Date
30/06/2024
Archieve Date
31/07/2026