Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

সিটিজেন চার্টার

·        গণযোগাযোগ অধিদপ্তর তথ্য মন্ত্রনালয়ের একটি প্রচারধর্মী সেবামূলক প্রতিষ্ঠান ।

·        দেশের ৬৪ টি জেলায় ও ৪ টি পার্বত্য উপজেলা সহ মোট ৬৮ টি তথ্য অফিসের মাধ্যমে এ অধিদপ্তর সরকারের কর্মসূচি ও নীতি সম্পর্কে দেশের জনগণকে অবহিত ,শিক্ষিত ও উদ্বুদ্ধ করে দেশের উন্নয়নে সম্পৃক্ত করে ।

·        বিভিন্ন সামাজিক, অর্থনৈকি ও স্বাস্থ্য সম্পর্কিত ইস্যুতে আন্তঃব্যক্তিক যোগাযোগ ও সুনির্দিষ্ট প্রচার কৌশল অবলম্বন করে এাডভোকেসি প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে এ অধিদপ্তর ও জেলা তথ্য অফিস জনসাধারণকে সেবা প্রদান করে থাকে ।

·        গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের গ্রাহক গ্রমীন কৃষক, শ্রমিক ও মহিলা এবং শিশু সহ দেশব্যাপি তৃনমূল পর্যায়ের সুবিধাবঞ্চিত এবং অর্থনৈতিক ও সামাজিক ভাবে বিশাল জনগোষ্ঠী গণযোগাযোগ অধিদপ্তরের গ্রাহক ।

·        প্রচারের মাধ্যমে সেবা প্রদানের ক্ষেত্রসমূহঃ

 

1.      শিশু ও নারী শিক্ষা                   ১০. বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ

2.     শিশু ও নারী অধিকার                ১১. এইচ আই ভি/এইডস প্রতিরোধ

3.    জন্ম নিয়ন্ত্রন ও জন্ম নিবন্ধন         ১২. মাদকের অপব্যবহার রোধ

4.      নিরাপদ মাতৃত্ব                       ১৩. বৃক্ষরোপন

5.     টিকাদান কর্মসূচি                     ১৪. আত্ম ও নতুন কর্মসংস্থান সৃষ্টি

6.     স্যানিটেশন                           ১৫. সরকারের নানামুখী কর্মকান্ডের প্রচার

7.     বার্ডফ্লু প্রতিরোধ

8.     নির্বাচনী প্রচার

9.     নারী-পুরুষের বৈষম্য রোধ

 

·       সেবা প্রদানের ক্ষেত্র সমূহঃ

1.     ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শনী

2.    সেমিনার / মহিলা সমাবেশ / কমিউনিটি সভা

3.    শিশু কিশোর ও নারী মেলা

4.     খন্ড সমাবেশ

5.    অশ্লীলতা বন্ধে সিনেমা হল পরিদর্শন

6.    উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান

7.     আলোচনা সভা ও উঠান বৈঠক

8.    কথামালা প্রচার (মাইকিং)

9.     শব্দযন্ত্র স্থাপন

১০.জনমত প্রতিবেদন ।